হে তব  মঙ্গলোময়,
দাও শাররিক সুস্থতা মানষিক প্রশান্তি আমায়
আর কিছু না চায় জগতে সুখেরী আশায়।
লঙ্কা মরিচ আর পান্তা ভাতে,
সুখ যদি পায় কুড়ে ঘরে
বেঁদেপাটিতে মাথা রেখে।
ঘুম যদি পায় বেলা শেষে সব যাতনা ভুলে।
কি হবে ভাই রঙ্গমনঞ্চে ভাব দেখিয়ে,
সোনার খাটে দেহ রেখে?
খাঁট কিনা যায় টাকা দিয়ে,
ঘুম কিনা যায় কি?
বিধাতার দান ঘুমে আছে কতো-না  শান্তি।


যদি ক্ষুধা লাগে পেঁটে মিঠবে তাহা ভাতে।
হে মানব,
তোমার মনের ক্ষুধা মিটায়বা কেমনে?
মন য়ে বড় রাক্ষসি,
যত পায় ততো খায় হায়াত মরণ ভুলে।


হে মানব,
তোমার ঝমকানো ভঙ্গিমা ঝলসানো বাণী।
কেন ব্যথীত হৃদয়,
দেহখানে লাগায়াছো কলঙ্কের কালি?


কি হারাইয়া নিঃস্ব তুমি, কি পাইয়া ধনী ?
হে মানব,
তুমি শান্তির কারন হতে না পারো!
অশান্তির কারন হইও না জগত সংস্বারে।
নিজে ভালোতো জগত ভাল,
তুলনা নিন্দা বিহনে।