আমরা বাঙ্গালি,
শত অন্যয় অত্যাচারে রুখতে জানি
শত দুর্যোগ বিপর্যায় সহিতে পারি।
আমরা করিতে জানি,
প্রাণ দেওয়া নেওয়ার খেলা।


আমরা বাঙ্গালি,
বহুবার শিয়ালের কাছে দিয়েছি মুরগি পুষানি
বহুবার ঠেকেছি বহুবার শিখেছি
তবুও যদি হয় উন্নতি


আমরা বাঙ্গালি,
বড় বেশি ভালবাসি নিজের ঘরে করতে চুরি
থাকি বড় উদাসি,
তাই হাটিতে রাখা ছুরিতে কাটি নিজের ভুড়ি।


আমরা সহেছি শত অবহেলা
পুড়ে পুড়ে যখনি হব খাঁটি সোনা
এমনি সময় ঘরের চোরে দিচ্ছে হানা
দেশের শিয়াল গুলি হচ্ছে তাজা।
আর না, আর না, এবার জাগো জনতা।


আমরা বাঙ্গালি,
বাংলা মোদের মা জননী।
মায়ের মতই তোমায় আমরা প্রাণের চেয়ো ভালবাসি।