আজ ১৪ই ফেব্রুয়ারি
ডাইরি খুলে বসে আছি
প্রিয়জনের কাছে লিখতে চিঠি ।
তারে কত ভালবাসি
কত কথা কত হাসি
লিখতে হবে সবি ।
তন্দ্রাহীন দুটি আঁখি
তবুও যে সপ্ন দেখি ।
আমি রাজা তুমি রানি
কত সাগর নদী দিয়েছি পাড়ি।
সমুদ্রের নিচে ঝিনুক আমি
তুমি আমার বুকে মুক্ত মতি ।
কখনো আমি নিশি, তুমি চাদের হাসি ।


আজ ১৪ই ফেব্রুয়ারি
উপহার দেয়ার জন্য ভাবতে বসেছি
সোনা রুপা দামি হেরা
     কোনটা যে হবে সেরা,
           ভেবে পায়নি।
মন বলে দিয়ো শাড়ি
যেহেতু,সে বাংলার
               রুপসি নারী ।
লাল নীল হলুদে
কোনটা যে মানাবে
          কি করে বুঝি ।
কপালের টিপ গুলো
       ছোট কিংম্বা হবে বড়
              কেশটা খালি ।
সবশেষে এক তোড়া ফুল দিয়েছি
এক ফোটা জল ফেলে,
            বলেছে সখি
এই ফুল জীবনে
           গেথে রেখেছি
এতোটুকু সুখ দিলেই ধন্য আমি।