এলোরে এলো প্রাণের উৎসব
পহেলা বৈশাখ
তাই বাঙ্গালী মন, নেচে বাজায়
মাদল আর ঢাক
এলো পহেলা বৈশাখ....
.
পুরাতন দুঃখ ব্যথা ভুলে
জীবন বীণায় নব সুর তুলে।
সাজ রে মন,মাটির সাজে সাজ
এলো পহেলা বৈশাখ....
.
নববর্ষের নব ভাবনায়
সত্য শোভা পাক
শুদ্ধ চিন্তায় নতুন ধারায়
অশুভ দূরে য়াক।।
.
অশান্তি আর সব যাতনা
আঁধার কালো সব বেদনা
নব বছরে বিধি,সব দূরে রাখ
এলোরে এলো প্রাণের উৎসব
পহেলা বৈশাখ......।।।
.
রচনাকাল:১৩/০৪/২০১৭
কাজিপুর,সিরাজগঞ্জ।।
সময়:১৪২৩ বাংলা বছরের শেষ সন্ধ্যায়।।