জীবন একটি ক্ষুদ্র চারাগাছ মাত্র
আমরা কেউ জানি না তার জীবন্ত ইতিহাস,
মরে গেলে সেতো ফুরে যায়
তবে বেঁচে থাকলে তার হয় উড়িবার সাধ।
.
জীবনের সে প্রাণপাখি সাতসমুদ্র তেরনদী
একাকী স্বপ্নে দেয় ছোটাছুটি,
ঐ আকাশে উড়ে ঐ বাতাসে উড়ে
নীলপ্রজাপতি সুদূরে করে উঁকিঝুকি।
.
সে গাছের পাতাগুলো সরল নিষপাপ কত সবুজ দেখায়
যেন মানুষের বাস্তব জীবনের মতো,
কতদুঃখ কতকষ্ট লুকিয়ে আছে ঐ গাছ রূপে দেহয়
রক্তাক্ত লাল গোলাপের মতো শতশত ক্ষতো।
.
কিন্তু কেউ জানে না কেউ বুঝে না
সে গাছের মনেরভাষা তার গোপন বাসনা,
তাইতো বাস্তব জীবনে  কেউ বা হাসে কেউ বা কাঁদে
জীবন শুধু  এক অমর সাধনা।
.
কবিতাটি লাঙল যৌথ কাব্যগ্রন্থে প্রকাশিত।অমর একুশে বইমেলা-২০১৬।