(০১)
তুমি


কোটি কোটি শতাব্দীকে তুমি হাতছানি দিয়ে
তুমি রয়েছো যুগযুগ ধরে কোটি মানুষের বুকে,
কবিদের কল্পনাতে কিম্বা শিল্পীর আঁকা ছবিতে
হয়তোবা শতশত প্রেমিকের মুখে মুখে।


তুমি জীবনানন্দদাসের বনলতা সেন
কিম্বা সুনীল গঙ্গোপাধ্যায়ের বরুনা,
হয়তো তুমি ফুটন্ত পুষ্পকলি কিম্বা রজনীগন্ধা
অথনা তুমি উষার আলো কিম্বা গোধূলিসন্ধ্যা।


তুমি গায়কের গানের স্বরলিপি
কিম্বা কবির কবিতার মুক্ত চরণ,
হয়তো তুমি শিল্পীর আঁকা ছবি
কিম্বা প্রেমিকের বুকের রক্তক্ষরণ।


তোমার নিদারুণ সাজ ঠিক নকশীকাঁথার মাঠ
আর তোমার সৌন্দর্য পদ্মার রুপালি ইলিশের মতো,
তুমি হাসলে পড়ে জ্যোৎস্না ছড়ে মনালিসার মতো
আর তোমার প্রতিটি কথা রবীন্দ্রসঙ্গীতের মতো অমৃত। 


তুমি আমার কল্পনাতে তুমি আমার ভাবনায় 
কিম্বা তুমি আমার আঁধার রাতের পূর্নিমার চাঁদ,
কিম্বা তুমি হয়তো আমার কাঙ্ক্ষিত ভালোবাসার
সেই মেহেদী রাঙা দুটি হাত।


অভিয়াত্রী নভেম্বর 2021
দৈনিক চাঁপাই দর্পণ 20 নভেম্বর 2021
দৈনিক আমার বার্তা 20 নভেম্বর 2021
দৈনিক যুগের আলো 22 নভেম্বর 2021
দৈনিক সুবর্ণগ্রাম 25 নভেম্বর 2021
দৈনিক তথ্য 28 নভেম্বর 2021


(০২)
স্বপ্ননীলা


হঠাৎ এলো স্বপ্ননীলা আমার আঁধার জীবনে
জোছনা রাতে তারার সাথে কথা হলো গোপনে,
ফুটলো আলো রাশিরাশি জোনাক জ্বলে মিটিমিটি
রঙিন স্বপ্ন হাতছানি দেয় হেসে কুটিকুটি।


ফুটন্ত ফুল ফোটে যেনো হাওয়ায় হেলেদুলে
রঙের রাণী প্রজাপতি এসে ডানামেলে,
তার সাথে হয় মনের কথা ইচ্ছে নদীর তীরে
উতলা ঢেউ খেলা করে হৃদয় নদীর বাঁধ ভেঙ্গে চিড়ে।


আবেগ যেন হার মানাই উতলা নদীর ঢেউ
তোমাকেই মনে হয় আমার আপন কেউ,
মনের কথা লিখে গেলাম কাব্য আর গানে
স্মৃতির পাতায় তোমার নাম লিখেছি মনে মনে।


দৈনিক বুলবুলির বৈঠকখানা 15 নভেম্বর 2021
দৈনিক মানব র্বাতা 13 নভেম্বর 2021
দৈনিক মানভূম সংবাদ 08 ডিসেম্বর  2021


(০৩)
অপলক দৃষ্টি 


যেদিন তুমি স্নিগ্ধ দুটি নয়ন তুলে
আমার দিকে অপলক দৃষ্টিতে চেয়েছিলে,
সেদিন আমি নবসাজে প্রকৃতির রুপ দেখেছি
তোমার অপরূপ ছবি এ বুকে এঁকেছি।
কচিগাছে ফুটেছিল নীল অপরাজিতা ফুল,
সেই ফুলের গন্ধে আমি হয়েছিলাম উতলা ব্যাকুল।


চাঁদের দিকে যখন তাকিয়েছি---
তখন তোমাকেই পবিত্র দৃষ্টিতে অনুভব করেছি,
তোমার মায়াবী মুখ বারবার প্রতিফলিত হচ্ছিল, 
আমার অন্তর গভীরে এক অজানা ঝড় উঠেছিল।
মনে হচ্ছিল তুমি শ্যাওলা হয়ে জরিয়ে আসো,
আমার ভিতর-বাহির সর্বঙ্গ।


তুমি দেখি এখন একাকী সুদূরে যাও
কেন আগের মতো আমারে না চাও,
কী হয়েছে তোমার,নেই কেন নবসাজ
তবে কী আমার মনে যে বেদনা তা তোমার মনেও বাজে আজ?
মরুভূমির রুক্ষতা দেখেছি আমি পাইনি প্রেমের আনন্দ,
হঠাৎ যেদিন তোমাকে দেখেছি হারিয়েছি সব জীবনের ছন্দ।


দৈনিক বুলবুলির বৈঠকখানা 01 নভেম্বর 2021
দৈনিক যুগের আলো 03 নভেম্বর 2021
সাপ্তাহিক জন্মভূমি(যুক্তরাষ্ট্র)25 নভেম্বরে 2021
দৈনিক মানভূম সংবাদ(ভারত) 09 নভেম্বরে 2021