(01)
শীতের ছোঁয়া


ঘর থেকে বের হয়ে রোদের আগমন
হালকা শীতে ফুরফুরিয়ে নেচে ওঠে মন,
পায়রা গুলো উড়ে ফিরে ঝরে শিশির কণা
খোকাখুকি খেলা করে রঙের আলপনা।


কচি ডানায় উড়তে থাকে প্রজাপতির রঙ
শীতের সাজে খোকাখুকি করে কত ঢঙ,
ঝিরিঝিরি হীম কুয়াশা ছুটে যায় আকাশে
চিকিমিকি রৌদ্র হাসে দূর্বাঘাস বাতাসে।


দৈনিক মানভূম সংবাদ 19 নভেম্বর  2021
দৈনিক পশ্চিমাঞ্চল 04 ডিসেম্বর 2021
দৈনিক বাংলাদেশের খবর 09 নভেম্বর 2021
দৈনিক আমার বার্তা 06 নভেম্বর 2021
দৈনিক তথ্য 16 জানুয়ারি 2022


(02)
হীম শীতে


ঠক ঠক ঠক ঠক
বুড়ি কাশে খক্ খক্
সারি সারি দলবেঁধে
শীতে কাঁপে বুড়ো বক।


জড়োসড়ো হোলা ব‍্যাঙ
সর্দিতে মারে ল‍্যাং
ঢোঁড়াসাপ গাছে ওঠে
কেঁপে কেঁপে তার ঠ‍্যাং।


কিচিরমিচির কিচিরমিচির
পাখিদের কত্ত ঝাঁক
সন্ধ্যায় যে শিয়ালেরা
মাঝে মাঝে দেয় হাঁক।


সাঁঝরাতে কুকুরেরা
করে শুধু ঘেউ ঘেউ
ঘুমিয়ে পড়ে নতুন বউ
পথ ঘাটে নেই কেউ।


দৈনিক চাঁপাই দর্পণ 22 জানুয়ারি 2022
দৈনিক গৌড় বাংলা 22 জানুয়ারি 2022
দৈনিক মেহেরপুর প্রতিদিন 22 জানুয়ারি 2022
দৈনিক ফুলকি 24 জানুয়ারি 2022
দৈনিক ইকরা প্রতিদিন 27 জানুয়ারি 2022
পাক্ষিক আমাদের গল্পকথা 01 ফেব্রুয়ারি 2022


(03)
শীতের মেয়ে


শীতের মেয়ে তোর শরীরে
হীম কুয়াশা দুটি ঠোঁটে,
যখন আলোর রশ্মি ওঠে
তোর মুখে হাসি ফোটে।


টুকরো টুকরো মেঘোরাশি
ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়া,
এর মধ্যে অসীম মুগ্ধতা
উষ্ণ উষ্ণ বিপুল চাওয়া।


দৈনিক বুলবুলির বৈঠকখানা(ভারত) 15 জানুয়ারি 2022
পাক্ষিক আমাদের গল্পকথা 16 জানুয়ারি 2022
সাপ্তাহিক ভোলাহাট সংবাদ 16 জানুয়ারি 2022
দৈনিক ফুলকি 17 জানুয়ারি 2022


(04)
অতিথি পাখি


হাজার মাইল পথ পেরিয়ে
এসেছে অতিথি পাখি,
নদী-নালা খাল-বিলে
জুড়াই দু'আঁখি।


ঝাঁকে ঝাঁকে পাখির সারি
নীল আকাশ উড়ে,
ইচ্ছে হলেই ছুটে তারা
আবার অনেক দূরে।


অতিথি পাখির কোলাহলে
সাজে নব প্রকৃতি,
জলাশয়ে বৃদ্ধি পায়
নতুন নতুন  অতিথি।


মনের সুখে গায় পাখি
কিচিরমিচির গান,
দুষ্টুলোকে ফন্দি করে
নেয় তাদের প্রাণ।


দৈনিক চাঁপাই দর্পণ 03 ডিসেম্বর 2021
দৈনিক কালের চিত্র 04 ডিসেম্বর 2021
দৈনিক যুগের আলো 06 ডিসেম্বর 2021
দৈনিক ফুলকি 06 ডিসেম্বর 2021
দৈনিক যায়যায়দিন 07 ডিসেম্বর 2021
দৈনিক তথ্য 12 ডিসেম্বর 2021
সাপ্তাহিক পদ্মা প্রবাহ 06 ফেব্রুয়ারি 2022
দৈনিক মানভূম সংবাদ (ভারত) 31 জানুয়ারি 2022
মাসিক নবারুণ জানুয়ারি 2022


(05)
পৌষ পার্বণে


শিশির সিক্ত পৌষ পার্বণে
ফুলে ফুলে সাজিয়ে তোলে আঙ্গিনা,
ঘরে ঘরে নৈপুণ্যতার সাথে
শিল্পীরা আঁকে সাদা আলপনা।


গাঁয়ের বধূরা ঝাঁকেঝাঁকে ঢেঁকিতে
তৈরী করে সুস্বাদু মিষ্টি কাই,
আরও তিল আর চালের গুঁড়া,
একসাথে করে হৈচৈ।


ঘরেঘরে তৈরী করে মায়েরা
রকমারি সব সুস্বাদু পিঠা,
পাটিসাপটা, ভাপা,দুধপিঠা
খেতে লাগে ভারি মিঠা।


খেজুর রসের মিষ্টি গন্ধে
বাতাসে বাতাসে সুঘ্রাণে,
সরিষা ফুলেফুলে ভ্রমর ভ্রমরীর
মিষ্টিমধুর প্রেমের গানে গানে।


দিকে দিকে মেলা চলে
কোথাও কোথাও দলবেঁধে পূণ্যস্নান,
কোথাও জমেওঠে বাউল সঙ্গীতে
কোথায় আবার পালাগান ও কীর্তন।


এসো বন্ধু এসো পৌষ পার্বণে
আমাদের ছোট্ট গ্রামে,
পিঠা উসৎব এর নিমন্ত্রণ রইল
সবার জন্যে উন্মুক্ত খোলা খামে।


দৈনিক মুণ্সীগঞ্জের খবর 15 জানুয়ারি 2022
দৈনিক আজকের প্রত‍্যাশা 14 জানুয়ারি 2022
দৈনিক সমাজের কথা 15 জানুয়ারি 2022
দৈনিক মানভূম সংবাদ (ভারত) 14 জানুয়ারি 2022
সাপ্তাহিক জন্মভূমি(যুক্তরাষ্ট্র) 13 জানুয়ারি 2022
দৈনিক চাঁপাই চিত্র 06 ফেব্রুয়ারি 2022


(06)
শীতের বুড়ি


শীতের বুড়ি এলো ফিরে
চাদর গায়ে দিয়ে,
কুয়াশা আর শীতল হাওয়া
তার সঙ্গে নিয়ে।


থরথরিয়ে কাঁপে বুড়ি
শীতের ছোঁয়া পেয়ে,
পৌষ আর মাঘ তার
ঠাণ্ডা দুটি মেয়ে।


কাঁথা জরিয়ে শীতের বুড়ি
খকখকানি কাশছে,
হিমেল হাত্তয়া শীতল ছোঁয়া
সারা দেশে আসছে।


দৈনিক যুগের আলো ২৫ জানুয়ারি ২০২১ ইং
দৈনিক ফুলকি ২৫ জানুয়ারি ২০২১ ইং
দৈনিক সংগ্রাম ১২ ফেব্রুয়ারি ২০২১ ইং
দৈনিক মানভূম সংবাদ(ভারত) 17 ডিসেম্বর 2021
দৈনিক ফুলকি 20 ডিসেম্বর 2021
দৈনিক করতোয়া 22 জানুয়ারি 2022
দৈনিক গৌড় বাংলা
সাপ্তাহিক স্লোগান 05 জানুয়ারি  2022