৮ই ফাল্গুন ভুলি নাই
ভাইয়ের রক্ত রাঙানো নিশ্চুপ দেহ...
রক্তে রন্জিত হয়েছিল রাজপথে
বাঙলা ভাষার জন্য
তাদের স্মরণে শহীদ মিনার
স্মৃতি  রয়ে  থাকবে......
সবার হৃদয়ে বাঙলা ভাষার গান বাঁজিবে
৮ই ফাল্গুন বাঙলার মাসে
নিঃশেষ হলো তাজা প্রাণ!
ভুলিতে পারি কি ভাষার অবদান
৮ই ফাল্গুন বাঙলার মাস......
নিরব থেকে নিরবে পতিত করছে
হাজারো কবির কলম
শহীদ মিনারে রক্তের মত লাল
ফুল গুলোর উপর হাত বু্লিয়ে যাচ্ছি
মনে পরে বাবার স্মৃতিচারণ  গল্প
৮ই ফাল্গুন......
৮ই ফাল্গুন  দিবসে ভাইয়ের  
যে ভাবে ভাষার জন্য জিবন দিতে হয়েছে
মনে পরে মায়ের  লোহিত অশ্রুর
বুক ভাসানো আর্তনাদ.......
শহিদ মিনারে খুঁজে পাই
ভাষা শহিদদের লোহিত গুলি বিদ্ধদেহ
ফুল গুলো ফুল নয় তাঁরা শহীদদের অবলা দেহ
এখনো  মনে পরে......
৮ই ফাল্গুন.......