দেশটারে ভাই অনেক সুন্দর,
অারো সুন্দর দেশের মানুষ।
এদেশের আকাশে কবে উদিত হবে নর শাসকের সুরুজ?
হোসেন শহিদ সোহরাওয়ার্দী এ-কে ফজলুল হক,
তারাই ছিল নেতার যোগ্য এরাই
সাদা বক,,


কোমলমতি মায়ের মগজে আছে কি রাজ্য চালানোর ঢঁক।
মুজিব -জিয়ার কঠোর শ্রমের এই বাংলা
ভূমি,
নারীরে দিলে আসনখানী, বাংলা থাকিত
পরাধীনতার সাগরে ডুবি।।
কোমল হাতে চুরির শাখা,
সে হাত কেমনে হবে কঠোঁর।
বাংলার বুকে ধসে পড়িতো চিরসবুজের পর্বত।।


দুই গৌেএর দুই নিধিরা রেখেছে মুজিব -জিয়া।
দুটিই হলো কমলমনা হাসেনা- খালেদা।।
দুই নৈিএ করছে শাসন বাংলা রাজ্যভূমি,
এক নৈিএ ক্লান্ত,আর অপরজন স্বর্গরানী।


দুয়ের মাঝেঁ জ্যান্ত ফুটবল হলো জনগণ,
লাথির ওপর লাথি খেয়ে ভরে তাঁদের জীবন।


এক নৈিএ বাবার আদর্শ লয়ে করে গর্ভ
ঘড়ির কাটা বারোটাকে তেরোটা বাজায় সেটায়
তাঁহার  ধর্ম।।
স্বামীর আদর্শ লয়ে অপরজন করে বেজায় বড়ত্ব
কোথায় রাজ্যে সুখ আসিবে খোঁজেনা কেও দিগন্ত।।


কবে মোরা পাব বলো এই পর্বরে মুক্তি?
নরের হাতে রাজ্য শাসিত দেখিলে দিলে পাব স্বস্তি।
নারীর আসন পেয়েছে দেখ এই বাংলার নর।
নারী চালাই রাজ্য পুরুষ সাজাঁয় ঘর।
কবে হবে এ দেশের অাকাশে পুরুষ শাসকের সুরুজ উদয়?