গোলাকার এই আকাশটি ও
আমার মনে হয়,
নিলাভ রঙের ছাউনি সাথে
হৃদয় কথা কয়।
ধূসর রঙের বর্ষা আসলে
হারায় আমার মোন,
ফঁসড়া মেঘ উঁড়তে দেখলে
কাঁড়ে আমার নয়ন।
বকের সাথে পিরিত ক'রে
মেলছে মেঘ আজ ডানা,
একই পথের পথিক ওরা
শুনবে না আজ মানা।
নিলাভ ছাতা মাথায় ওদের
মনে খুশির বন্যা,
বকের ছানাগুলো যেনো
নিলাকাশের কন্যা।
হৃদ নয়নের ধ্যান ভাঙিলে
কেমনে হবে প্রকাশ,
মনের সাথে গভির মিলন
করে যে নিলাকাশ।