.       জহিরুল ইসলামের " নামাজের দাওয়াত "


        নামাজের আজান শোনে
        কতো কথা পড়ে মনে
        পড়বো কি পড়বো না ভাই,
        থাক আজ পড়বো না
        কাল থেকে ছাড়বো না
        আসলে আলসেমি তাই।


        এক ওয়াক্ত বাদ যাবে
        কি আর ক্ষতি হবে
        প্রয়োজনে ক্বাজা পড়ে নেবো,
        আসলে কিন্তু পড়বো না
        শুধু শুধু কল্পনা
        নিজেকে আর কতো ফাঁকি দেবো?


        নামাজ পড়া কার কাম
        না বোঝে এর দাম
        কতো লোক বেনামাজি আজ,
        সময় থাকতে যাঁরা
        নামাজে হয় দাঁড়া
        তাঁরাই তো আসল মহারাজ।


        নামাজের গুরুত্ব
        সবাই যদি বুঝত
        ছাড়তো না এক ওয়াক্ত ভাই,
        বোঝবে মরে গেলে
        কবরে তিলেতিলে
        যেখান থেকে ফেরার
        কোন সুযোগ নাই।