সৃস্টিকর্তা খুঁজো মানুষ
খুঁজবে কোথায় তাঁরে?
সৃস্টির মাঝেই আছে সে'জন
দেখ অন্তর খুঁড়ে।


জনে জনে ঘরে ঘরে
সেথা নাহি রয়,
অন্তর ভুবণ খুঁজে দেখ
সে'জন কথা কয়!


পাপাচারের আনন্দটা
ক্ষণিকেরই তরে,
দিলের চক্ষু খুলবে যখন
শান্তি পাবি নারে।


পুণ্য কর্মেই প্রকৃত সুখ
যেদিন তুমি বুঝবে,
সৃস্টিকর্তা তোমার মাঝেই
আর কোথায় খুঁজবে?


মনুষ্যত্ব মানব রুহ
সমৃদ্ধ করো জ্ঞানে
আল্লাহ্ ভগবান একই স্বরুপ
ধর্ম জ্ঞানেই মানে।


     ---- ✍️এ হ বাবু।