করোনাঃ


শূন্য রসদ তরী ছেড়া পাল
হালে নাই টান মাঝি বেসামাল,
চারিদিকে মহামারী
জীবিকার দায়ে জীবনের আহাজারি।


ব্যস্ত মজুর অলস দেহে
কর্মের খোঁজ করে ধনীদের দ্বারে,
সন্তান পরিজন ভুখাঁ মোর ঘরে
পরোয়া করিনা আজ করোনার ডরে।


যায় যাক প্রাণ তবু টাকা আন
ঘরে মোর কেঁদে মরে প্রিয় সন্তান।
পারিনা সহিতে ক্ষুধার জ্বালা
কথায় কি ভরে মোর অন্নের থালা,


মানিনা শাসন মানিনা বারণ
শৃংখল মুক্ত করো প্রিয় মহাজন,
দান অনুদান শুধু দুদিনের তরে
চিরদিন চলে কি না থাকিলে ঘরে?


বুঝে শুনে করি কাজ
নিজে করি নিজেরই হেফাজত,
দুর্যোগ মহামারী ভয় নয় জয় করি
সুস্থতায় জীবন গড়ি।