শ্রমিকেই  সুখীরে ভাই,
শ্রমিকেই ধনী।
শ্রমিকেই জাতির উন্নতি,
শ্রমিকেই জাতির সব।
শ্রমিক হলো উপকারী
অপকারি নয়!!
জাতির উন্নতিতে
উঠে পড়ে লেগে থাকে
শ্রমিকেই ভাই।
শ্রমিকেই উন্নতি
পুরু জাতির আশা,
শ্রমিক জাতিকে
কখনো করেনা নিরাশা।
শ্রমিককে করিয়না হেলা,
শ্রমিকেই কাজে লাগে
সারাটা বেলা।
শ্রমিক নিজের দুঃখ গুছে,
অপরের কষ্ট দেয় মুছে।
শ্রমিক হীন জাতি,
কেরোসিন বিহীন
নিবানো কেরোসনের বাতি।
এ কথাটি ভুলিয়না ভাই
শ্রমিকেই জাতির উন্নতি,
শ্রমিকেই জাতির সব।।