কষ্ট হয়ে জন্ম নিয়েছি,
নষ্ট হওয়ার জন্য।
আমার জন্মে ক্ষিপ্ত এই ধরা,
সবাই সুখী আমাকে ছাড়া,
প্রেম ভালোবাসা অসুখ হয় করে আমায় তাড়া,
আমার অর্ধগলিত হৃদয়কে আমি নিজেই দেই পাহারা,
আমি জন্ম নিয়ে করেছি মহাপাপ,
আমার জন্মটাই অভিশাপ।


কষ্ট হয়ে জন্ম নিয়েছি,
নষ্ট হওয়ার জন্য।
সুখ সখ-আহ্লাদ সবি যেনো অধরা,
কোন স্বপ্নই আমাকে দেয়না ধরা,
বালিশে লেখি আখি জলে আক্ষেপের ছড়া,
বেঁচে আছি আমি হায় হয়ে আধমরা,
আমি জন্ম নিয়ে করেছি মহাপাপ,
আমার জন্মটাই অভিশাপ।


কষ্ট হয়ে জন্ম নিয়েছি,
নষ্ট হওয়ার জন্য।
সত্যিই আমি জন্ম নিয়ে হয়ে গেছি দিশাহারা,
আমার পুরো দেহটাই যেন পাপে ভরা,
ধরিত্রী টা আমার জন্য মুক্ত এক কারা,
আমায় বেশিদিন সহ্য করবে না এই ধরা,
আমি জন্ম নিয়ে করেছি মহাপাপ,
আমার জন্মটাই অভিশাপ।