তোমার জন্য একটি কবিতা
লেখবো বলে আমি,
কতো দিন কতো রজনী
বসে ছিলাম হাতে নিয়ে কলম খানি।
সাদা কাগজ নিয়ে থাকলাম বসে
লেখবো বলে কবিতা খানি।
            ২
কতো প্রহর কতো দিন গেলো,
কিন্ত হে হায় লেখি যতো
ভাবি তার চেয়েও ততো,
সময় ফুরায় অল্প সময়ে
কবিতা না লেখা হয়।
            ৩
কতো প্রেম কতো ভালবাসা দিয়ে,
সাজিয়ে রাখবো ভেবে ছিলাম লাইন গুলকে।
দিন গেল মাস গেল দৈর্ঘ্যে বড় হলো,
সব শেসে দেখা গেলো কাব্যর মতো।
             ৪
ওগো তোমার জন্য কাব্য লেখলাম
মহা-কাব্যের মতো,
তার পরেও কি বুজো না গো,
তোমায় ভালবাসি কতো।