এই জীবনের সকল স্বপ্ন
মিথ্যা যদি হয়,
মায়ের মতো আমার আশা
কেউতো বুজবে না।
সুখ সাগরের নৌকা-
থমকে যদি যায়,
বাবার মতো বাকি পথটুকো
পারি দিতে কেউতো আসবে না।
আমি হাটতে ভালবাসি-
বন্ধুর পাসা-পাসি,
আমি দেখতে ভালবাসি-
বোনের মুখের হাসি,
আমি শুনতে ভালবাসি-
মায়ের মুখের মিষ্টি ডাক খানি।
এতো আদর,এতো মায়া,
এতো স্নেহ ছেরে,
দূরে সরে থাকি কেমন করে?
স্বপ্ন আর স্মৃতীরা থাকে পাসে,
তবুও যেন খালি-খালি লাগে এই মনে।
শুধু কি তাই?
তারপর ও মন বড় একা...।