আমার প্রয়োজন কি তোমার ফুরিয়ে গেছে
কতটা প্রয়োজন ছিলো তোমার!
আমিতো সবসময় তোমাকেই চেয়েছি আলোকময় পূর্ণিমার মতো
আলোয় আলোয় ভেসে সিক্ত তুমি আর আমি।
অপেক্ষায় থেকে সাজিয়েছি আমারি সাজানো বাসর
কখনো রাতজাগা প্রেমিকের মতো বসেছিলাম তোমারি অপেক্ষায়
আবার তুমি আসবে বলে অপেক্ষারা দেখেছিল স্বপ্ন সোনালী দিনের
আমার ভাঙ্গা ঘরের ফুটো দিয়ে উপভোগ করবো দিবসের প্রথম সকাল
সবটুকু তুমিই ঠিক করেছিলে তুমি আমি অপেক্ষায় থেকে তৈরি হতে চেয়েছি।
আমার প্রয়োজন কি তাহলে শেষ হয়ে গিয়েছে
কতটা প্রয়োজন ছিলাম তোমার কাছে আজ আমার বড় জানতে ইচ্ছে করে?
চেনা লোকালয় থেকে আমাকে দূরে রাখতে পারো কিংবা তোমার চোখের আড়ালে
কিন্তু যদি প্রশ্ন করি তোমায় তুমি কী তোমার জীবন থেকে মুছে দিতে পেরেছো কখনো?
ভালোবাসা যদি ফিরে যায় অজানাকে জানতে তখন তুমি সেই সময়ের জন্য প্রস্তুত থেকো.......