তোমার সাথে কাটাবো সময় সবই ঠিক করে রেখেছিলে তুমি
আজ আমাদের সেই দিন..!
তোমাকে পাবো কাটাবো সময় সবুজ প্রান্তরে
সবই তুমি নির্দিষ্ট করেছিলে।


আমি সেই সময়ের অপেক্ষায় থেকেছি গতানুগতিক জীবনের ব্যস্ততারর মাঝে
আমি সেই সময়ের জন্য তৈরি হচ্ছিলাম।
আজ দিনের শুরুতে সূর্যের লাল আভা আমাকে  রোমাঞ্চকর অনুভুতির স্পর্শ দিচ্ছিল
গতকাল এই সময়ে বৃষ্টি যখন পড়ছিল আমি বারবার ভাবছিলাম
এটা নিশ্চয়ই প্রশান্তির বৃষ্টি -তোমার সান্নিধ্যের।


আমার সমস্ত ভাবনাকে জলাঞ্জলি দিয়ে জানিয়ে দিলে, আমার জন্য তোমার সময় কোথায়?
মনে হলো আমার মাথার উপর আকাশটা  পড়লো বজ্র হয়ে
চারপাশ ঘিরে ধরলো কালো অন্ধকার!
অনেক চেস্টা করেও দু'চোখে কিছু দেখতে পাচ্ছি না,
আমি ক্রমশ কালো অন্ধকারে নিমজ্জিত হচ্ছি ।


এতোটা সময় ভেবে যখন তৈরি হচ্চিলাম আমাদের জন্যে-
তুমি সেই এতো সহজেই সব শেষ করে দিলে..
আমার জন্যে তোমার সময় কোথায় তাই না??
আজ সারাদিন এই অন্ধকার ঘরে একা একা...
কেন মিছে স্বপ্ন দেখেছি আমি? কেন স্বপ্নরা আমাকে আশাহত করে প্রতিদিন।


চেনা লোকালয় ছেড়ে ভাবছি চলে যাব
তোমার কাছ থেকে অনেক দূরে..
কোন কিছুর মোহ কেন জাগায়?
হারাবার যদি ভয় এই শেষ বিকেলের উৎসবে
তবে কেন একা সময় কাটাই - তুমি কোন উৎসব কর?
আমাকে রেখে একা
অনেক স্বপ্ন দেখে আমার তো আজ ঘুম ভেঙ্গেছিলো তোমার জন্যে উৎসবে।
তুমি সেই উৎসব করতে চেয়েছিলে আমার জন্যে সেটা দুঃস্বপ্নের
কিন্তু আমি এই সন্ধ্যা গোধুলিতে তোমাকে অনুযোগের জালে বন্দি করবো না কোন করছিনা...।।