প্রিয় অরিন্দম


আজ অনেকদিন পর তুমি আমার শহরে এলে অথচ দেখা না করেই চলে গেছো!
যদিও সেটা তোমার একান্ত ব্যক্তিগত বিষয়। তবে প্রশ্ন থাকে কেনইবা এলে আবার আমার সঙ্গে দেখা না করেই চলেও গেলে?
কতদিন তোমাকে দেখিনা কতদিন শুনিনা তোমার গান আর কবিতা আবৃত্তি;
থাক আমাকে ভুলে তুমি যদি ভালো থাকো সেটাইবা আমারে কম কিসের।
আমাকে নিয়ে তোমার লেখাগুলো এখনো সময় পেলেই পড়বার চেস্টা করি।
তুমিতো ভালোই আছো অরিন্দম আর আমি আগের মতো চলে যায় দিন জীবনের নিয়মে..!
এখনো স্বপ্ন আসে আসে দিনবদলের স্বপ্ন
সমাজ-সংসার প্রান্তিক জনগোষ্ঠিকে নিয়ে কাজ শুরু করেছি, তাদের যদি কিছুর একটা পরিবর্তন করতে পারি।
ওরা আসলেই পিছিয়ে পড়েছে আমাদের থেকে যোজন যোজন..!
অরিন্দম আমি জানি তুমিও কাজ করেই যাচ্ছো দিনবদলের কাজে এও জানি তুমি সেটা পারবে ;
আজ আর কোন অনুযোগ করবো না তোমার কাছে চাওয়াটাও হয়তো নেই!
ভালো থেকো খুবই ভালো....


তোমার সুদক্ষিণা