শুভেচ্ছা আর ভালোবাসা নিও
ভালো আছো,কামনাও তাই....


অনেকদিন থেকে ভাবছিলাম তোমায় চিঠি লিখব, লিখব করে আর লেখা হয়ে উঠেনি।
আশা করছি ভাল আছো দিন কেটে যাচ্ছে আনন্দে আর হাসিগানে।
মনে আছে আমাদের সেই দিনগুলোর কথা এ পাহাড় থেকে ও পাহাড়ের দৌড়াদুড়ি
মন্দিরে কিংবা মাসজিদ দেখে ঘুরে বেড়ানো খিদে পেলে সেখানেইই খাওয়া সেরে নেওয়া।


তোমার কলেজ ক্যাম্পাসে শহীদ মিনারের পাদদেশে বসে কতটা সময় আমাদের দেশে চলমান ঘটে যাওয়া ঘটনা নিয়ে আলোচনা করা আর নিজেদের মধ্যে ঝগড়া করা!


আমার আবৃত্তি তোমার গান এসব নিয়ে চলতেই থাকতো আড্ডা আজ কেন জানি তোমার গানের কথা বারবার মনে পরছে! বাপ্পি লাহিড়ী'র সেই  গান "বালুতে তোমার নাম লিখে দেব" আমার কবিতা আবৃত্তি  সুনিল গঙ্গোপাধ্যায়'এর কবিতা
মাঝেমাঝে অট্টহাসিতে তোমার হেসে উঠা.....।
অনেক সময় কেটে গেছে তোমার আমার জীবন থেকে
কতগুলো দিন কতগুলো বসন্ত; মনে আছে তোমার বসন্ত উৎসবের কথা ক্যাম্পাসে আমরা দুজন ঘুরছিলাম
কেন্দ্রিয় লাইব্রেরী সামনে  মোজ'র ভালবাসার প্রতিযোগিতা চলছিল অভিনয়ের ?
তুমি আমাকে বললে চল এগিয়ে গিয়ে দেখি।
এক সময় প্রতিযোগিতায় তুমি আমি অংশগ্রহন করলাম সেই! আমাদের বিষয়টি ছিলো দুজন নারী পুরুষ বোবা কথা বলতে পারেনা কিন্তু তারা দুজনই দুজনকে ভালবাসে আর সেটাই আমাদের অভিনয় করে দেখায়ে হবে।
অনেক প্রতিযোগী অংশগ্রহণ করছে যেখানে আমরা কি পারবো! তুমি আমায় অভয় দিলে বললে কেন পারবো না;
ঠিক সেদিন আমরাই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিলাম।
আজ সেইদিনের কথা খুব মনে পরছিল!
পুরস্কারটা আমি এখনো যত্ন করে রেখেদিয়েছি। বলতে গেলে প্রতিদিনি ওটাকে দেখি;
বোকার অভিনয় চাট্টিখানি কথা
তাও তোমার কথা মতো অভিনয় করলাম
এবং জিতে গেলাম আমরা।


আমি সার্থপরের মতো আমার কথা শুধু বলে যাচ্ছি তাই না!
অনেক দিন দেখা হয়নি তোমার সাথে সুদুরে থাকো।
মাঝেমাঝে তোমার ওখানে ছুটে যেতে ইচ্ছে করে কিন্তু সে আর পারলাম কোথায়।


তুমি ভালো আছো ভালো ভাবে কেটে যাচ্ছে দিনকাল শুভময় অনুভুতি সবসময় তোমার জন্য।


গান কি এখনো আগের মতো গাইছো
কতদিন তোমার গান শুনিনা! তবে তোমার গান গুলো এখনো আমার কানে বাঁজে কি দারুন গান গাও তুমি।
আজ আর কিছু লিখছি না পরের চিঠিতে আরও লিখবো আশা করি।
তুমি ভালো থেকো সুনন্দিতা
শুভ কামনা রইল তোমার জন্য...।
তোমার চিঠির অপেক্ষায়-


তোমারি অরিন্দম