সব পরাজয় মেনে নিয়েছি সুদক্ষিণা
সব চাওয়া তোমারি
জয়ি বারবার তুমি
আমি পরাজিত তোমার কাছে
প্রথম দিন থেকে আজও অবধি তোমার সব মেনে নিয়েছি
আজ আর আমি জয়ি হতে চাইনা
ছিলাম আগে যা ঠিক তেমনি আছি
তুমি নিজেকে অনেক বদলাতে চেয়েছো! হয়তো বদলাতে পেরেছো।
এখনো পূর্ণিমা রাত দেখি উপভোগও করি জ্যোৎস্না
যদিও আমি পরাজিত সবসময় তোমার কাছে!!