এগুলো কে কেন বলো পাপ
ভাত নেই কাপড় নেই
থাকবার জায়গাটাও নেই,
পাপ করিনি বাপু বিশ্বাস
করো আমি নই পাপি।


পাপ কাকে বলো কালো
চশমা পড়লে ভালো কিছু
চোখে পড়বে কি করে বাপু
সাদা চোখে দেখো তাহলে
সবকিছু সাদাই দেখতে
পাবে।


আমি পাপি নই কোন পাপে
নিজেকে জড়াইনি তাহলে
কেন পাপি সাজিয়ে তুমি
এবং তোমরা সত্যিই পাপ
কাজ করছো এটাকেই পাপ
বলে আমি পাপি নই।


আমিতো মানুষ আমার
মৌলিক চাহিদা আছে, আছে
নিজের অধিকার যা আমি
জন্ম সূত্রে পেয়েছি, আমার
নূন্যতম অধিকার যা তা
ফিরিয়ে দাও যে অধিকার
গুলো তোমরা কুক্ষিগত
করেছো।


অধিকারহীন মানুষকে কি
মানুষ বলে! আমার অধিকার
চাই মানুষ হিসেবে বাঁচতে
চাই, পাপি বানিয়ে রাখতে
চাও তা হবেনা অজস্র
মানুষের মুক্তির মিছিলে
আমিও আছি, আছি নিজের
অধিকার আদায়ে।।