সুনন্দিতা আজ একাকী মনে করেছে নিজেকে।
যদিও অরিন্দম আছে সুনন্দিতার।
তবু কেন জানি একটু অন্যরকম লাগছে!
অনেক ভোরে উঠতে হয়।
প্রতিদিন যে ভাবে দিবস শুরু হয় সেটা কেন মনে হচ্ছে না!
সুনন্দিতা আজ একটু বেশি ভাবছে নিজেকে নিয়ে। তাহলে কি আমার কেউ নেই?  
আমি একা! সুনন্দিতা তাঁর মা'কে অনুভব করতে থাকে। মা তুমি কোথায়?
আমি যে আর পারছি না!
আমাকে ছেড়ে চলে গিয়ে তুমি কি খুব ভালো আছো?
সবাই কেন এমন হয় বলতে পারো মা...?
স্মিত হাসে সুনন্দিতা
মা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন?
না! সুনন্দিতা আর ডাকে না তার মাকে।
এবার অন্য প্রকার ভাবনা ভাবতে থাকে আর একটি দিনের শুরু হয়। আবার সে স্কুলে যায় তার প্রিয় প্রতিষ্ঠানে...