অনেক দিন পর আজ তোর সাথে দেখা হলরে
বেশ অনেক দিন পর;
এতোদিন কোথায় ছিলি,
এভাবে ভুলে থাকা যায় কি করে?


মনে পরে আমাদের সেই
দিনগুলোর কথা
না কি সব ভুলে গেছিস তুই।
ক্লাস ফাঁকি দিয়ে সিনেমা দেখা
কিংবা মাঠে ক্রিকেট ক্রিকেট খেলা
রবীন্দ-নজরুল জন্ম জয়ন্তী উৎসব পালনে সবাই মিলে আয়োজনে
ঝাপিয়ে পরা।


ফটুর চা'য়ের দোকানে আড্ডা দেবার সময়
দুটাকার ছোলা খাওয়া
এক টাকা কাপের ঝর তোলা আলোচনায়,
স্বপ্ন বুনা একটা শুভদিনের!
সব আছে শুধু নেই প্রিয় ফটুর চা'য়ের দোকান!
আমাদের আলম ভাই শুনেছি এখন না কি গাজিপুরে থাকেন
সেও ভালো আছে একটি হোস্টেল চালায়।


তুইতো অনেক দিন থেকে আমাদের এখানেই নেই!
নিজেই কেন জানি লুকিয়ে থাকিস
আমাদের সবার থেকে দূরে
কেন জানি?


বাবু মোল্লা এখন শিক্ষক,
নিরঞ্জন অ্যাডভোকেট,
শিক্ষক লিটন ভাইও,
শফিকুল কলেজ শিক্ষক,
ইউনুচ ভাই পাট তামাক ব্যবসায়ী,
টিটুল হচ্ছে ডিস ও মোবাইল ব্যবসায়ী, পল্লব রাজনীতি থেকে
এখন এনজিও কর্মি।
আর সাইফুল ভাই ব্যবসায়ীদের নেতা
আবার নেতা রাজনৈতিক দলের।
সোহেল রানা পার্থ পরিচালক সিনেমা বানায়,
সাইদুর রহমান জয় সরকারি চাকুরে।


সবুজ সংঘ আছে যদিও টিপটিপিয়ে চলছে।


তুই কেমন আছিসরে বন্ধু?
তোর তো ভালো থাকবারই কথা
আমরা সবাই চাই
তুই খুব ভালো থাক
তুই ভালো থাকলে আমরাও ভালো থাকবো।।