তোমার ছায়ায় খুঁজে ফিরি তোমারই শরীর
কখনো কখনো মনে হয় তুমি সুনামি'র চেয়েও ভয়ংকর
লণ্ডভণ্ড করছো আমার দশদিক।
পাল্টে গেছো, তোমার যা আগে ছিলো
এযেন বৃক্ষ পাতাবিহিন-নন্দিত মরা পাতায়
কখনো শুনি মরমর শব্দ এত কােছ তবু নক্ষত্র বিষাদে।
আমি চোখ বুজে ঘ্রাণ নেই সমস্ত তোমার
আমার দীর্ঘশ্বাসের শব্দরা কাঁপিয়ে ছিলো
হয়তো তোমার হৃদয় মন্দির।