তোমায় কি কখনো বলেছি প্রিয়তমা
তোমার সুখের দিনে সঙ্গি হতে চাই!
না সে সুখ আমার জন্য নয়!!
নদীতো জীবনের মতো
আর জীবনতো নদীর মতো.......


নদীর মতো চলমান জীবনে
ফিরে আসে রাত আসে দিন
স্বপ্নরা আসে আসে ভালবাসা
দিন বদলের গানে ভরে উঠে প্রাণ।


নদীর মতো চলমান জীবনে কতটা বদলে যাও তুমি
আজ আমার বড় জানতে ইচ্ছে করে প্রিয়তমা;
ভালোবাসার জন্য সবই দিয়েছি
আমার যা ছিল!
ছিল বিশ্বাসের ভালোলাগা আর ভালবাসা।


প্রিয়তমা ভাল থেকো সুনন্দিতা'র মতো
যার আলো এনে দেয় জ্যোৎস্নাময় প্লাবন
শুভদিন তোমাকে আলিঙ্গন করুক শুভদিন হয়ে
বিশ্বাসে
স্বপ্নে
ভালোলাগায়
আর ভালোবাসায়।
আজ কোন অভিযোগ নেই প্রিয়তমা।