অনেক দিন তোকে দেখিনা বন্ধু
আজ কেন তোকে বেশি মনে পরছেরে
কদিন পর নববর্ষ সেই জন্য কি??
নববর্ষ এলেই আমরা সবাই কতো ব্যস্ত হয়ে যেতাম!
হাতি বানাও ঘোড়া বানাও আরও কতকি
গান আবৃত্তি নাটক অনুশীলন আর আড্ডা
কিংবা সবার কাছে গিয়ে সহযোগিতা চাওয়া
শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে
কবিগুরু'র গান "এসো হে বৈশাখ এসো এসো"।
রাতের পর রাত জেগে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন ফেস্টুন ব্যানার আরো কতরকমের উপকরণ তৈরি
তুই নেই বন্ধু তবুও আজও আমরা সেই কাজগুলো করেই যাচ্ছি!
তাই বলেই আজ বেশি মনে পরছে বন্ধু
প্রভাসেও কি নববর্ষ উদযাপন হয়?
আমরা সবাই আছি শুধু তুই ছাড়া!
তুই যেখানে থাকিস সেখানে কি বাংলা নববর্ষ উদযাপন করিস
আমাদের বাংলাদেশে আগের চেয়েও বেশি আনন্দে নববর্ষ উদযাপন করি।
বাঙালির প্রতিটি ঘরে বয়ে যায় প্রাণের উচ্ছাস।
সবার মিলেমিশে এক হয়ে আমাদের প্রাণের উৎসব এসে যায়
বন্ধু অনেক দিন দেশে আসিসনি
এবার চলে আয় মিলি প্রাণের উৎসবে
সবাই বলি এক সাথে-
নববর্ষের গান হৃদয়ে আনুক প্রাণ।।