তোমাকে নিয়ে যখন অনেক স্বপ্ন দেখেছি আশায় বেঁধেছি আমার সমস্ত বিশ্বাসে অনুভবে অনুভুতিতে
কখনো ভাবিনি এভাবে বদলে যাবে তুমি!
আমার দুখের দিনে তুমিতো সঙ্গি হতে চাওনি কখনো
অথচ আমি তোমার জন্য কতনা রাত সুপূর্ণিমার অপেক্ষা থেকেছি
ভালবাসার জন্য আমিও পরাজিত হতে চেয়েছি
একটা গাঢ় পূর্ণিমা আলোয় রাতের পর রাত সাজিয়েছি স্বপ্ন যে জ্যোৎস্নার স্নিগ্ধ প্লাবন ছড়িয়ে আলোকময় হোক অন্ধকার!
অন্ধকারে থেকে আলো কি স্পর্শ করে কখনো?
যদিও আমার দুখের দিনে সঙ্গি হতে চাওনি কখনো তুমি
আমি তোমার স্পর্শমাখা অনুভুতি গুলো সাজিয়ে রেখেছি হৃদয় মন্দিরে
যদি কোনদিন আসো দেখবে আমি এখনো পূর্ণিমা দেখি তোমার জন্য;
কতটা সুখি হতে চাও হয়ে যাও সুখময় আলিঙ্গনে
তবুও এই মধ্যরাতে তোমাকে অনুযোগের কাছে বন্দি করবো না।।