এখন আর স্বপ্ন দেখিনা
দেখবো না কোন দিন
তুমি আমায় স্বপ্ন দেখালে ভালোবাসার কথা বলে হৃদয় স্পর্শ করতে চেয়েছো
আমি তোমায় বার বার ফিরিয়ে দিয়েছি!
বলেছি এটাকে ভালোবাসা বলেনা
এখানে ভালবাসা নেই আছে মিথ্যে অভিনয় আর ছলনা।
তুমিতো বলেছিলে হৃদয় স্পর্শ না করে কি ভালোবাসা হয়
তখন হয়তো আমি পরাজিত হয়েছি স্বপ্ন দেখেছি আর বিভর হয়েছি স্বপ্নে।
তারপর কেটে গেছে কতগুলো দিন কতগুলো বসন্ত এখন কালো অন্ধকারে প্রতিটি সময় অতিবাহিত করি কোথাও আলোর দেখতে পাচ্ছিনা;
একটু একটু করে নিমজ্জিত হচ্ছি কালো অন্ধকারে!
তুমি কোন গানে আমাকে মাতিয়ে রাখতে চেয়েছো?
প্রথম জীবনে বিশ্বাস করেছি স্বপ্ন দেখতে চেয়ে হেটেছি কত অজানা পথ
কিন্তু আজ আমার স্বপ্নরা দুঃস্বপ্ন হয়ে আসে বাস্তবতায়
না আজ আর স্বপ্ন দেখতে চাইনা
আমার গেছে দিন দুঃস্বপ্নে?
কোথাও নেই স্বপ্নরা দেখবো না আর নতুন কোন স্বপ্ন
আমার স্বপ্নরা যে দুঃস্বপ্ন হয়ে আসে
নিয়ে যায় অন্ধকারে
যেখানে কোন আলো নেই আছে শুধুই অন্ধকার।
তাই আমি আছি ভালো কিন্তু তুমি?