অনেক সময় ভেবে দেখেছি
অনেক সময় চেয়েছি তোমাকে
ক্লান্ত আমি তোমার পথে
ভাবতে ছিলাম সময় নিয়ে কি করে আসবো....!
তোমাকে দেখার ইচ্ছা
এতো পথ পারি দিয়ে এলাম
ভেবেছি আমার ক্লান্তি আমাকে ক্ষমা করবে;
অনেকটা সময় থাকবো তোমার আলিঙ্গনে আমার চাওয়া পাওয়ায়!
কি করে বলি আমি-
ক্লান্ত অতি ক্লান্ত
যে অপেক্ষা আমায় তারিয়ে বেরায়
অসংখ্য কাব্যতায় শেষ হতে লেখা।
জীবনের জয়গানে
তোমাকে কাছে পাবো জীবন
সায়াহ্নে
কিন্তু আমার ক্লান্তি কখনো দেখেনি ক্ষমার দৃষ্টিতে।
আমাকে নিয়ে তোমার অজানা আশঙ্কা আমাকেও ভাবুক বানিয়েছে।
আজ কেন তুমি তোমাকেই এরিয়ে যাও?
কষ্ট কি তোমাকেও তারিয়ে বেরায়?
জানি তোমাকে ছোঁয়ার স্পর্ধা আমার জানা নেই
তবুও বলি- শোন সুনন্দিতা  
তোমাকে পারতেই হবে সবকিছুর উদ্ধে উঠতে.....
সুনন্দিতা আর আমিতো আছি তোমারই ছায়ায়।।