মা, তোমার জন্য দিতে পারিনি কিছু
    তোমার আবাধ্য ছেলে তোমার কথা রাখেনি
    তোমার কষ্টে জমানো পয়সায় লেখাপড়া করতে যেয়ে
    ২১ এর আন্দোলনে জড়িয়ে পড়েছি?
   লাশ হয়ে রাজ পথে পড়ে থেকেছি
   শুধু তোমার মুখের ভাষা কে বজায় রাখবো বলে।
মা, তুমি এখনও চোখের জল ফেলছো
     ধেখছোনা,সারা বিশ্বে আজ প্রচারিত হচ্ছে
    “মোদের গর্ব, মোদের আশা
     আ-মরি বাংলা ভাষা”
      এবার তুমি শান্ত হও মা,আমরা বেঁচে আছি
      কোটি কোটি মানুষের প্রানে।