বুকের ভিতর জমানো কষ্টের বরফ


গলে যায় ভালবাসার চিহ্ন


নীরব প্রত্যাশিত হই                                


সাথে চলার স্বপ্নিল আশায়।


একদিন তোমাকে পাওয়ার আশায়


বেঁধে ছিলাম উদাসী মনটাকে


তোমা রই হৃদয়ের আঙ্গিনায়


লালিত সুখ আর ভালবাসায়।  


পল্লবিত কামনা কে প্রসারিত করে


তোমারই একান্ত অনুসঙ্গে।


স্বাপ্নাতীত কল্পনার কল্পলোকে


হয়েছিলাম তোমার সহগামী।


বুঝেনি তো বকুল মালা একদিন শুকাবে


ভালবাসা ভেসে যাবে অন্ধকার ময় আবর্জনায়।


স্থবির মনে নেই কোন স্বাত্তনা


নিয়তই সেখানে ঝড়ের আনাগোনা ।


জ্বলে ওঠে দুঃখের শলাকা


চলে গেছ দুরে,পড়ে আছি একা


মায়া ঘেরা সে বাসায়


শূন্যতার স্বাচ্ছন্দে বসবাস


কষ্ট পাওনা তুমি


ডুবে আছি হতশায়।


(স/মি-১২-০৪-২০১৭)