সাধ হয় তোমাকে নিয়ে
বাংলার প্রতিটি প্রান্ত ঘুরতে।
সাধ হয় তোমাকে নিয়ে
সমুদ্র স্রোতে অশান্ত ঢেউ এ হারিয়ে যেতে।
সাধ হয় পান কৌড়ির মত তোমাকে নিয়ে
বদ্ধ পুকুরে সাঁতার কাটতে।
চৈত্রের কাঠফাটা রৌদ্রে বৃক্ষের ছায়ায় বসে
তোমাকে নিয়ে তৃ্ষ্ণা মিটাতে।
সাধ হয়,গ্রাম্য মেলা থেকে
শুধু তোমার জন্য দুটি কান পাশা কিনতে।
সাধ হয় তোমার জন্য কোন নির্জন ষ্টেশনে
দাঁড়িয়ে দিন ভোর অপেক্ষা করতে।
সাধ হয় দেবদাস হয়ে তোমার
কপালে একটি আঁচড় কাটতে।
সাধ হয় তোমার কন্ঠ দেশে
কালো তিলটাকে ভেবে ভেবে
আদিম নেশায় মত্ত হতে।
কিন্ত সাধ্য নেই আমার
তবুও এত সাধ কেন জাগে।