কয়েকটি বছর আগে
ফাল্গুনে ভরা ছিল তোমার আঙ্গিনা,
হৃদয়ে ছিল অনুরাগের গন্ধ ।
এমনি ক্ষনে তোমার ঘরে ছিলাম আমি,
তোমার পাশটিতে বসে ।
তুমি শুনিয়ে ছিলে তোমার নব বসন্তের উৎসর্গিত গান
সে গানের রেশ টুকু  আজও ,বাজে মোর হৃদয়ের সুরে
যে ক্ষনটি এখন আমাকে আলোড়িত করে,
আনান্দিত করে ব্যাতিত করে।
গান শুনাতে সেদিন করোনি কোন কার্পনতা,
একটু একটু করে আমার হৃদয়ে
বৈশাখের ঝড়ো হাওয়া তুলে
আবার শীতল পরশ আমাকে বুলিযে বলে ছিলে
এ নব বসন্তের গান শুধু তোমার জন্য ।
ভাল লাগলে আবার এসো প্রান উজাড় করে
তোমাকে গান শুনাবো ।
তোমার হৃদয়ে আমার হৃদয় বেঁধে ঝংকরিত করবো
নিত্য নতুন আলোড়নের স্মৃষ্টি করবো
সৃষ্টি হবে এ পৃথিবীতে নতুনের আগমন
তাকে নিয়ে খেলবো আমরা
যেথায় কোন শূন্যতা থাকবে না ।
এসো গান শুনতে
সেই ক্ষণটি কি কভু মনে পড়ে।
২৩/০৩/২০১৭