পথিক যে আজ ধরেছে সুর মনের মাঝে
প্রিয়ার মুখের খেয়া আজকে সে বইবে যে,
বাতাস যদি গো বা না বয়
পাখিরা যদি কথা না কয়,
তবুও বিরহী গেয়ে চলে তার জীবনের গান
চায় সে প্রিয়ার মুখের সহাস্য কলতান ।
পথিক যে আজ ধরেছে সুর মনের মাঝে
আজ এ বিফল রাতে প্রিয়া তারে ডাকছে যে
সাথী তার হারিয়ে গেছে
বিষন্ন এক দগ্ধ সাঝে।
সেই থেকে সে শুনে চলে তারি আহবান
তাই তো তারে মনের বনে গেয়ে শোনায় গান।