ফাগুনের দিনে।
   হৃদয়ের আয়নায় তোকে দেখলাম
   মুখটাতে সেই আগের মত নেই,নেই কোন সুখ।
   দেখলাম ক্লান্ত চাওয়া,ক্লান্তি পাওয়ার চিহ্ন
   জলন্ত চাহনি।
   দেখলাম উন্মুক্ত সব,যেখানে রয়েছে প্রতিহিংসার দাবানল
   আবার দেখলাম,তুই যেন শিশির ভেজা সকালের মত নির্জিব।
   অনেক ক্ষণ ধরে দেখলাম তোকে
   নিজের মত করে।
   যেটা দিয়ে বেঁধে ছিলি হৃদয়ের বাহু ডোর
   যেখানে ছিল রোদ,বৃষ্টি,ঝড় আবার
   যেমন করে শান্ত করতিস আমার চাওয়াকে।
  আমি দেখলাম অনেকক্ষন ধরে তোকে
  এই ফাল্গুনে রং খেলার দিনে।
   (০২ মার্চ দুই হাজার আঠার)