পদ্যে নয় গদ্যে,রচে যাব আমি
ভগ্ন হৃদয়ের তপ্ত দীঘ শ্বাস
দীঘ শ্বাস নয় সাহারার সাহারার তপ্ত বালু উড়া ঝড়।
যে বীনা ভেঙ্গে গেছে
যেথায় উঠে না কভু ঝংকার
তাকে যতই বারই আঘাতকরো না কেন
ব্যর্থতার অভিশাপে
তোমাকে ভুগতে হবে বারংবার
যে তপন ডুবে গেছে দিকচক্রা বলে
ছড়িয়ে বিদায়ের রঙ্গিন আভা
যামিনী না পোহালে শত চেষ্টাতে ও তার
পাবে না কভু দেখা।
আজিকে আমার হৃদয় মাঝে
সাহারার ঝড় বয়ে গেল
হৃদয় বীনা ভেঙ্গে গেল
মধ্যাহ্নের তপন ভূবন ডুবে গেল
সাহাহেৃর বহু পূর্বেই।
(পনর মাচ দুই হাজার আঠার)