অঞ্জলী দিলাম তোমায়
তোমার চোখের দুষ্ট ইশারাতে
বুকের মধ্যে থেকে হৃদপিন্ডকে
তুলে এনে দু’ভাগ করে
অঞ্জলী দিলাম তোমায় ,ক্ষুধিত পার্থিব দেহটা কে ।        
সব হারানোর যন্ত্রনায় আমি হই নি সামিল
হৃদয়ে জাগ্রত তুমি চেতনায় অমলিন
খেলা খেলা নামের চাঞ্চল্যের মাঝে
নিভিয়ে দিয়েছি নির্মম কান্নার মুক্তির আকুতি।
সুখকে আটকাবো বলে তোমার বাহু ডোরে
প্রতিশুতি  দিলে তুমি অচেনা অন্ধকারে
জীবনের রংকে বদলে চোখের কোণে কালি।
নীবিড়তায় সেই তপ্ততা কে হারিয়ে ফেলি
শুন্যতার মাঝে অজানা পথে দিক ভ্রান্ত আমি
সৌন্দয্যের সুরভী জাগ্রত হয়নি মোর জীবনের দ্বারে।
(সমি-০৬-০৪-১৯৯৫)