আমার এই না বলা কথা গুলো আমার'ই থাক
গুমড়ে মরুক অথবা অভীমানে হোক নির্জনবাস
তাতে কী আসে যায়।


সব ফুল'তো দেখেনা সূর্য্যের আলো
কিছু পাখী আজম্ন বধীর
সব ঝর্ণা পায়না চলার ছন্দ, অথবা
সব নদীর নেই কোনো মোহনা
তাতে কী আসে যায়।


প্লাস্টিকের চাদরে ঘুমিয়েছে ফুটপাতদম্পতী
জৈবিকতা ধেয়ে আসছে ত্রস্ত্রহৃদয়ে।
রাস্তার নেড়ি কুকুর আর মাতালের চুমুচুমি
একটু আড়ালে'ই বারবনিতার গোঙানীর শব্দ।
ছুটে চলা মালবাহী গাড়ি,
              ধূলোয় গড়াগরি বিস্কুটের প্যকেট
অসুস্থ্য সন্তান বুকে নিয়ে মায়ের আর্তনাদ।
তাতে কী আসে যায়।


গলাটিপে হত্যা করা হয়েছে হৃদয়কে
রক্ত বিদ্রোহ করছে যুক্তি-বুদ্ধির বিরুদ্ধে
যজ্ঞের উপাচার আজ সারল্য বিশ্বাস,
আর্তনাদে দিশেহারা ইচ্ছেঘুরির নাটাই।
আদ্র চোখ মুখ লুকাল বরফের খেলা ঘরে
তাতে কী আসে যায়।


আমার সময় খরচ করেছি তোমার সময়ের হাটে
জীবনের জুয়া খেলায় হিসেব কষিনী সাত-পাঁচ।
ঔদার্যকে ঘেঁসতে দেইনি কার্পন্যের আঙ্গীনায়
অন্ধকারকে দলা পাকিয়ে নিয়েছি আপন হাতের মুঠোয়
বুকে তোমার প্রেমের বিষযন্ত্রণা-
তপতী, তবুও তুমি বলবে.......
তাতে কী আসে যায় !!!