প্রিয়ার হাতে খেলাম সেদিন শাহী মশলা পান
এমন ছিল পানের বাহার
             বর্ণনা নাই কোনো তাহার
ঘুমের ঘোরে স্বপ্নে আসে, মন করে আনচান
প্রিয়ার হাতে খেলাম সেদিন শাহী মশলা পান।


পানের এমন অদ্ভুত গুণ হৃদয় শুধু জানে
মৃগকস্তুরি দিয়ে
           সোনার বাটায় সাজিয়ে নিয়ে
হাতটি ধরে বসলো পাশে, চোখ রেখে চোখ পানে
পানের এমন অদ্ভুত গুণ হৃদয় শুধু জানে।


টক-মিষ্টি-ঝাল সব মিলিয়ে স্বর্গসুধা স্বাদ
ভালবাসার পদ্মরাগে
             ভ্রমর ভ্রমে কুসুমবাগে
রাতুল অধরে হাসে পূর্ণীমার'ই চাঁদ
টক-মিষ্টি-ঝাল সব মিলিয়ে স্বর্গসুধা স্বাদ।


জ্ঞান হারালাম সেদিন থেকে যেদিন খেলাম পান
মূর্ত করি স্ফূর্ত আবেশ
             প্রিয়ার প্রেমের নেই কোনো শেষ
ঘোর নেশাতে বুদ হয়েছি, যৌবন তরঙ্গে ডাকে বান
জ্ঞান হারালাম সেদিন থেকে যেদিন খেলাম পান।