কী ভাবোনায় ডুবে থাকি
হায় রে! যদি সে তা জানতো।
কিসের আশায় উদাস থাকি
সে জন বুঝতো তবে বুঝতো।

মনটা আমার কি খুঁজে যায়
কেউ কি তার খবর রাখে!
যার কারণে উথাল-পাথাল
সেই তো মোরে ভুলে থাকে।

যারে আমি আপন করে
বাঁধতে গেছি বাহু ডোরে
সে যে কেবল পিছলে চলে
ধরি তারে কেমন করে!

যে সুর বাজে মনের তারে
সে ধ্বনি কি পৌঁছবে সেথা?
যেথায় আমি আসন পেতে
রচিতে চাই জীবন গাঁথা!