প্রভাতফেরী-  প্রভাতফেরী-
কোথায় তুমি যাও?
সালাম রফিক বরকত ডাকে
শোনোনি কি তাও!

কে ভাই ওঁরা? কেন ডাকে?
কেন ছুটে যাও?
ভাষার তরে প্রাণ যায় ওঁদের
জানোনি কি তাও!

বাংলা মায়ের সূর্যসন্তান
গেয়ে ভাষার গান
তোমার মুখের বুলির জন্য
দিয়ে গেল প্রাণ।

চলেছি তাই নাঙ্গা পায়ে
হাতে লয়ে ফুল
ভালবাসা-শ্রদ্ধা দিতে
হয়েছি আকুল।

প্রভাতফেরী- প্রভাতফেরী-
আমায় সঙ্গে নাও-
এসো তবে, প্রাণটি খুলে
বাংলায় গীতি গাও।।