কত মানুষ কত কথা
বলে নিজের মত
খেয়াল খুশি চলে ওরা
বাড়ায় মনের ক্ষত।

কত কথা বলে লোকে
কতই করে নিন্দা!
তা বলে কি হারবো মোরা
থাকতে পরাণ জিন্দা?

থাকুক ওরা ওদের মতো
করুণ হৃদয় লয়ে
আমরা জ্বালি আলোর প্রদীপ
কথার জ্বালা সয়ে।

কত কি যে সইতে হবে
মুখটি রেখে বন্ধ ;
হাসি দিয়ে ভুলে যেও
ভালো হোক বা মন্দ।

লোকের কথা লোকের মুখে
থাকবে পড়ে সখি-
তুমি আমি জিতবো শেষে
রবো মুখোমুখি।

হোক না যত কানাকানি
আসবে যাবে কিবা
হাসতে হাসতে ঠিকই মোরা
রাতকে করবো দিবা।