আমি উদাসীন কবি হয়ে
স্নিগ্ধ নদী তীরে বসে নেই, বসে আছি
তপ্ত বালু চরে। এখানে মাঝি
নৌকা নিয়ে আসে না,
শীতল হাওয়া বয় না,
শততালি পালে বাতাসের সাঁ সাঁ
শব্দ হয় না। এখানে দিনের আলোয়
উত্তপ্ত বালুর ঝড় হয়,
সুদূরে ঝলমল করে জলরাশি,
হায় চোখের ভ্রম! মরিচিকা।
আঁধার নামে; আমি শীতে কম্পমান।
আমি তৃষ্ণার্ত-ক্ষুধার্ত;
আমি ক্লান্ত-পরিশ্রান্ত;
অবসাদে দিগভ্রান্ত।
চাই মুক্তি, মুক্ত পথের সন্ধান।।