একদিন জানি এসময় পেরিয়ে যাব
যখন সময় আর অসময় হবে না কখনো
তখন কান্নার রং বদলে যাবে
হাসি শুধু হাসি হবে না, তার সাথে
মিশে থাকবে অনেকটা সুখ
আর পরম পাওয়ার তৃপ্তি।

তখনকার রাতগুলো এখনকার রাতের মত
এমন বীভৎস ভূতুড়ে অন্ধকার হবে না
সেসব রাতের আকাশে ভরা পূর্ণিমার
চাঁদ থাকবে, কখনোবা তারার মেলা বসবে-
রাতের সুগন্ধি ফুলেরা অপূর্ব সুবাসের মোহে
জড়াবে পরম ভালবাসায়।

সেদিন জোনাকিরাও জ্বেলে দেবে আলো
আমারই প্রাণের জ্যোতিতে পূর্ণ হয়ে
পাখিদের কণ্ঠে রবে চিরবসন্তের সুর
তখন প্রতিটি ঋতু শুভ লগ্নের আবহ
নিয়ে আসবে জীবনে -
বর্ষা অশ্রু লুকানোর উপলক্ষ হবে না আর
বরং আনন্দধারা হয়ে ঝরবে নিরন্তর।