আজি বৈশাখী ধূসর গগন-
পশ্চাতে ফেলিয়া,
মোদের তপ্ত চরন-
ভেজাতে আসিল বরষা।
ভেজায়ে এপাশ-ওপাশ
ভাসালো উঠোন
সাথে আরও ভেজালো
হিজলের বন।
আনমনে সেগুন পাতায়
লিখিয়া চিঠি-
কে ভাসালো কার পানে
অজানা সে দিঠি,
দিনে বয় রাতে বয়
ঝিরিঝিরি হাওয়া
সাথে আরও বৃষ্টির
শীতলতা পাওয়া।
চারিদিকে ছড়ায়ে,
সুবাস কদম
কেন যেন করে দেয়
আনমনা মন।
এমনও ঘনঘোর অব্যক্ত দিনে
হায় বন্ধু বিনে,কিছুটা
ব্যাকুল এ অন্তরাল।
হে বরষা তুমি ধুয়ে-মুছে
নিয়ে যাও যত গ্লানি
সকলেরে দাও শুভ দিন
প্রহর গুনছি সকলি
সেই দিন কবে হবে অমলিন।