জন্ম থেকে হেটেছি আমি
বাংলার অরতে-পরতে,পথে-প্রান্তরে
এখানে দেখেছি,প্রতিদিন
অমানিশা কাটিয়ে,ভোরের
জোড়া শালিক।
স্নিগ্ধ ঘাসের ডগায়
সোনা রোদে ঝলসিত
এক টুকরো কোহিনুর।
শিহরিত কোমল হাওয়ায়
লুটোপুটি খেতে দেখেছি
নঁকশি কাথার মাঠকে
আরও দেখেছি-
পূব আকাশে ওঠা
ঘোমটা দেয়া সূর্যি বধূ,
হাতছানি দিয়ে ডেকে
রাতের কাছে দিনের সব
হারানোর সর্বনাশের সেই
গোধূলি লগন।
আমি হেটেছি,দেখেছি-
তবু অতৃপ্ত এ হৃদয়,
এ দেখা শেষ যেন না হয়।
আমি হাজার বছর
হাটিতে চাই এ বাংলায়,
দেখিতে চাই বাংলা মায়ের
আঁচলে ঢাকা এ বুক,
আমি মরনের পরেও
আসিব ফিরে,হাটিব বাংলায়
দেখিব বাংলার রুপ।