সৃষ্টির সেরা জীব মানুষ,
সৃষ্টিকর্তা বিবেক দিয়েছেন
আরও দিয়েছেন হুশ।
পৃথিবীতে যত,উন্নতি-অগ্রগতি
এই মানুষই সব করেছে,
পার করে কত দুঃখের প্রভাতি।
অক্লান্ত পরিশ্রমে-
মাথায় পরেছে তাজ,
সেই শক্তি নিয়ে মানুষ
চাঁদেও গেছে আজ।
অথছ কত ভেদাভেদ মানুষে
কতইনা রহস্য,
কিছু মানুষ সৃষ্টি করে
কিছু করে ধ্বংস।
কত মানুষই লোভে পরে
করে যায় কত ভূল
সেইনা ভূলের মাশুল দেয়
পুরো জীবকূল।
সৃষ্টি করেছিল একদল
হিরোসিমা-নাগাসাকি
আরেক দলের ড্রোন বোমায়
সৃষ্টি গেল ঢাকি।
মানুষের যত বুদ্ধি-বিবেক
অসৎ কাজে নয়
সৎ কাজে কর অর্পন,
মানব তবেই পাবে জয়।
মানুষ যদি না জাগে ভাই
রসাতলে যাব আমরা সবাই।
নাক,চোখ,কান থাকলেই
যায়না হওয়া মানুষ,
মনের আকাশে উড়াতে
হবে মানবতার ফানুস।
চলো সবাই প্রকৃত
মানুষ হয়ে যাই
বর্তমান আর ভবিষ্যৎ
জাতিকে বাঁচাই।