প্রত্যেক কবি ও কবিতার একটি নিজস্ব দৃষ্টভঙ্গি আছে।তা ভালো হোক বা মন্দ হোক।প্রত্যেক কবিরা চাই শুধু একটু সমর্থন।
কবিরা যখন হাতে কলম নেই,তখন চিন্তা করে আমি যে কবিতা লিখছি তা কি পাঠকের পছন্দ হবে?
নাকি পাঠক আমার কবিতাটি ছুঁডে ফেলে দিবে কোন ময়লা-আবর্জনায়?
নাকি আমার কবিতাটিকে বটতলার উপন্যাসের অংশ ভেবে অযত্নে রেখে দিবে?
কবিদের অন্তরে সর্বদা এই প্রশ্নগুলো বিরাজমান থাকে।


প্রত্যেক কবি চাই তাঁর কবিতার কবিলাস গডে উঠুক।পাঠকেরা কবিলাসে গিয়ে কিছু আনন্দ খুজুক।
যাক এগুলো বাদ দেয়,আসল কথায় আসি।
আমি এই ওয়েবসাইটে যোগ দিয়েছি বেশি দিন হয়নি।এখানে আমি এসে অনেক কিছু শিখেছি।তাঁর কারণ আমি কবিতার আসরের প্রায় কবিতাই পাঠ করেছে।
প্রত্যেক কবিতায় পাঠকের সংখ্যা দেখলাম খুবই অল্প।
এমনকি আমার কবিতাথেও!
কবিতা লেখার আগ্রহ বৃদ্ধি পায় তখন,যখন পাঠকের সংখ্যা বৃদ্ধি পায়।


তাই আমি বলতে চাই,শ্রদ্ধেয় কবিরা আপনারা সবাই কবিতার আসরের কবিতাগুলো পাঠ করবেন।
তাহলে দেখবেন আমাদের লেখা গুলো সার্থকতা ধারণ করতেছে।